একটি UPI আইডি বা VPA-তে আমি কীভাবে টাকা পাঠাবো? 

PhonePe-তে বন্ধুর UPI আইডিতে টাকা পাঠাতে

  1. অ্যাপের হোমস্ক্রিনে Money Transfer/টাকা ট্রান্সফার বিভাগে গিয়ে To Contact/কন্টাক্টে বিকল্পে ক্লিক করুন 
  2. নিচের সার্চ বারে UPI আইডি বিকল্পে ক্লিক করুন
  3. আপনার কোনও একটি কন্টাক্টের একটি UPI আইডি নির্বাচন করুন অথবা আইডি এন্টার করার পর Verify/যাচাই  বিকল্পে ক্লিক করুন।
  4. রাশি এন্টার করুন
  5. Send/পাঠান বিকল্পে ক্লিক করুন ।

আপনার পাঠানো টাকা প্রাপকের ওই UPI আইডি-তে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পরবে ।

জরুরি বিষয়: আপনি যখন টাকা পাঠাবেন, তখন আপনাকে শুধু সেই ব্যাঙ্কটি নির্বাচন করতে হবে, যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পেমেন্ট করতে চান। UPI আইডি-র কোনও প্রয়োজন নেই এখানে। 

দ্রষ্টব্য: কখনও কখনও আভ্যন্তরীন প্রযুক্তিগত সমস্যার কারণে  সঠিক  UPI আইডি এন্টার করা সত্ত্বেও তা যাচাই হয় না। এইধরণের পরিস্থিতিতে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। 

কেউ যদি আপনার কোনও একটি UPI আইডিতে টাকা পাঠায় তাহলে সেই টাকা আপনি কোথায় পাবেন সে বিষয়ে আরও জানুন।