আইডি (VPA) কী?
UPI আইডি বা VPA ( ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস) হল একটি ইউনিক বা অনন্য আইডি যা পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের জায়গায় ব্যবহৃত হয়।
PhonePe UPI আইডি হল একটি ইউনিক আইডি যা কমপক্ষে 3টি ক্যারেক্টারের হয় এবং যার শেষে @ybl/@ibl থাকে।
এই আইডির সাহায্যে আপনি টাকা পাঠাতে বা টাকার অনুরোধ জানাতে পারবেন এবং তার জন্য মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোডের মতো ব্যক্তিগত ও গোপন তথ্য শেয়ার করতে হবে না।
আপনি আপনার UPI আইডি কীভাবে ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আরও জানুন।