UPI আইডি কোন কাজে ব্যবহার করা হবে?
আপনি PhonePe UPI আইডি ব্যবহার করতে পারেন:
- আপনার কন্টাক্টের কোনও একজনকে আপনার UPI আইডি শেয়ার করে আপনি টাকা প্রাপ্ত করতে পারেন
- আপনার UPI আইডিতে আপনার কন্টাক্টের কারও পাঠানো পেমেন্ট অনুরোধের সাহায্যে আপনি তাদের টাকা পাঠাতে পারেন
- UPI পেমেন্ট বিকল্প ব্যবহার করে ব্যবসায়ী প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারেন। কেবলমাত্র আপনার PhonePe UPI আইডি এন্টার করুন এবং আপনাকে SMS-এর মাধ্যমে পেমেন্ট অনুরোধ জানানো হবে, এবং PhonePe অ্যাপে আপনি সেই অনুরোধের পেমেন্টও করতে পারবেন।
এছাড়াও আপনি আপনার কন্টাক্টের UPI আইডি ব্যবহার করে:
- মোবাইল নম্বরের পরিবর্তে তাদের আইডি ব্যবহার করে আপনি টাকা পাঠাতে পারবেন। PhonePe অ্যাপের হোম স্ক্রিনে 'টাকা ট্রান্সফার' বিভাগ থেকে আপনি এটি করতে পারবেন।
মনে রাখবেন: UPI ব্যবহার করে পেমেন্ট করার সময়, আপনি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চান আপনাকে শুধুমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বেছে নিতে হবে আপনার UPI ID নয়।
PhonePe UPI আইডি ব্যবহার করে কীভাবে টাকা পাঠাবেন সে বিষয়ে আরও জানুন।