আমার বিল পেমেন্টের জন্য অটোপে ডেবিট বিফল হলে আমি কী করব?

যদি কোনও কারণে আপনার বিল পেমেন্টের জন্য অটোপে ডেবিট বিফল হয়, তাহলে আমার SMS-র মাধ্যমে এবং অ্যাপে এবিষয়ে আপনাকে জানাব। এক্ষেত্রে এই নির্দিষ্ট মাসের জন্য আপনারে ম্যানুয়ালি পেমেন্ট করতে হবে।

মনে রাখবেন : এটি আপনার ভবিষ্যতের অটোপে ডেবিটে কোনও প্রভাব ফেলবে না। আপনার সেট আপ করা অটোপে হিসেবে টাকা কেটে যাবে।