আমার নির্ধারিত অটোপেমেন্টের জন্য আমার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ব্য়ালেন্স না থাকে তাহলে কী হবে?

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে, আপনার অটো পেমেন্ট বিফল হয়ে যাবে। এক্ষেত্রে, আপনাকে ম্যানুয়ালি বিল পেমেন্ট করতে হবে।

সম্পর্কিত প্রশ্নাবলী:
আমার বিলের রাশি যদি আমার সেট করা অটোপে রাশির চেয়ে বেশি হয় তাহলে কী হবে?   
আমি কী আমার অটোপে বিবরণে কোনওরকম বদল করতে পারি?