এক্সটার্নাল মার্চেন্টের প্ল্যাটফর্মে অটো-পে সেট আপ করতে হলে কীভাবে আমার PhonePe UPI আইডি ব্যবহার করব?
এক্সটার্নাল মার্চেন্টের প্ল্যাটফর্মে অটো-পে সেট আপ করার সময় আপনাকে শুধু নিজের PhonePe UPI আইডিগুলির যেকোনও একটি লিখতে হবে।
দ্রষ্টব্য: এক্সটার্নাল মার্চেন্ট যদি আপনাকে অটো-পের জন্য পেমেন্ট পদ্ধতি হিসেবে UPI ব্যবহার করে দেয় শুধু তবেই আপনি এটি করতে পারবেন।
আপনি যদি PhonePe-তে আপনার অটো-পের জন্য অথোরাইজেশন রিকোয়েন্স না পান তাহলে কী হবে এবং PO-র জন্য অটো-পে সেট আপ করার বিষয়ে আরও জানুন।