কোনও এক্সটার্নাল মার্চেন্ট প্ল্যাটফর্মে আমার UPI আইডি লেখার পরে যদি আমি অথোরাইজেশন রিকোয়েন্স না পাই তাহলে কী হবে?

আপনি যখন অটো-পে সেট আপ করছেন সেই সময় থেকে PhonePe-তে অথোরাইজেশন রিকোয়েস্ট (অনুমোদন অনুমতি) জানানো পর্যন্ত আপনার ব্যাঙ্কের কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। অনুরোধ পাঠানো হয়ে গেলে আমরা আপনাকে একটি SMS-র মাধ্যমে জানিয়ে দেব।

আপনি যদি অটো-পে সেট আপ করার দিনে রাত 12:00টার আগে অথোরাইজেশন রিকোয়েস্ট না পান, তাহলে আপনাকে মার্চেন্টের প্ল্যাটফর্ম থেকে সেটি বাতিল করে আবার নতুন একটি অনুরোধ করতে হবে।

PhonePe ব্যবহার করে আপনার অটো-পে সেট আপ করার অথোরাইজেশন ফেল হলে কী করতে পারেন সেই বিষয়ে আরও জানুন।