PhonePe ব্যবহার করে অনুমোদন করা IPO ম্যান্ডেট আমি কীভাবে সংশোধন করতে বা বদলাতে পারি?
PhonePe ব্যবহার করে অনুমোদন করা IPO ম্যান্ডেট সংশোধন করতে:
- ব্রোকারের ওয়েবসাইটে লগ ইন করুন যেখান থেকে আপনি শুরুতে বিড করেছিলেন।
- বিড মূল্যে প্রয়োজনীয় বদল করুন
- পরিবর্তনগুলি করা হয়ে গেলে, আপনি PhonePe অ্যাপে একটি নতুন অনুমোদেন অনুরোধ পাবেন।
- এই অনুরোধটির অনুমোদন দিতে UPI পিন এন্টার করুন।
- আপনার অনুমোদন একবার সফলভাবে হয়ে গেলে, আপনার বিডে সংশোধন হয়ে যাবে।
মনে রাখবেন: কেবলমাত্র বিড অফার চলাকালীন সকাল 10টা থেকে বিকল 5টা পর্যন্ত সময়ের মধ্যেই আপনি আপনার IPO ম্যান্ডেটে বদল করতে পারবেন।
PhonePe ব্যবহার করে অনুমোদন দেওয়া IPO ম্যান্ডেট কীভাবে বাতিল করবেন বা প্রত্য়াহার করবেন সে বিষয়ে আরও জানুন।