অটো-পে কীভাবে কাজ করে?
আপনি অটোপে সেট করার পর এবং আপনার তরফ থেকে পেমেন্ট করার জন্য PhonePe-কে প্রাকঅনুমোদন দেওয়ার পর শিডিউল করা তারিখে টাকাটা স্বয়ংক্রিয়ভাবে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার বেছে নেওয়া পেমেন্ট মাধ্যম, মিউচুয়াল ফান্ড কোম্পানি, ব্রোকার অথবার পরিষেবা প্রদানকারীর সঙ্গে লিঙ্ক করা রয়েছে ।