অটো-পে কী?

অটো-পে হল একটি ফিচার যা PhonePe-তে বিভিন্ন পরিষেবার জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে পেমেন্টের সুবিধা উপভোগ করার অনুমোদন দেয়। অটো-পে সক্রিয় করার পর আপনাকে আর পেমেন্টের দেয় দিন ভুলে যাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে না। 

অটো-পে কীভাবে কাজ করে সে বিষয়ে আরও জানুন।