UPI পিন কী
UPI পিন হল 4 অথবা 6 সংখ্যার একটি অনন্য বা ইউনিক কোড/পাসওয়ার্ড যা যে কোনও অ্যাপে UPI-এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেট করা প্রয়োজন। PhonePe অ্যাপে UPI-এর মাধ্যমে আপনার সমস্ত পেমেন্ট করার ক্ষেত্রে UPI পিন প্রদান করা প্রয়োজন।
মনে রাখবেন:
- আপনি PhonePe-তে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি যোগ করেছেন তার প্রত্যেকটির জন্য আপনাকে UPI পিন সেট করতে হবে
- আপনি যদি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য অন্য কোনও অ্যাপ দিয়ে UPI পিন সেট করে রাখেন তাহলে আপনি আপনার PhonePe অ্যাপেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে UPI পেমেন্ট করার ক্ষেত্রে ওই একই UPI পিন ব্যবহার করতে পারেন।
- আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য একটিই UPI পিন রাখতে পারবেন। আপনি যদি আপনার UPI পিনটি ভুলে গিয়ে থাকেন তাহলে তা পরিবর্তন করতে বা রিসেট করতেও পারবেন।
জরুরি বিষয়: আপনার UPI পিন কিন্তু আপনার ATM পিন বা MPIN নয়।
সে বিষয়ে আরও জানুন।