ভারতীয় স্টেট ব্যাঙ্ক
নিচে উল্লেখ করা যে কোনওটির মাধ্যমে আপনি ভারতীয় স্টেট ব্যাঙ্ক তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেন
- ওয়েবসাইট -
- https://crcf.sbi.co.in/ccf/ এই লিঙ্কে ক্লিক করুন
- Raise Complaint/অভিযোগ জানান বিকল্পে ক্লিক করুন অথবা Raise Request/অনুরোধ জানান বা Complaint Type/অভিযোগের ধরন-র ভিত্তিতে অনুরোঝ জানান।
- Raise Request/Complaint/ অনুরোধ/ অভিযোগ জানান-র অধীনে Digital Payments/ডিজিটাল পেমেন্ট বিকল্প বেছে নিন এবং Submit/জমা করুন।
- যে স্ট্রিংটি দেখা যাচ্ছে সেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এন্টার করুন এবং Send OTP/OTP পাঠান ক্লিক করুন
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো OTP এন্টার করুন এবং Validate OTP/OTP যাচাই করুন বিকল্পে ক্লিক করুন
- পরবর্তী ধাপে, অভিযোগ / অনুরোধের ধরন হিসেবে BHIM SBI Pay (UPI) বেছে নিন।
- Products/Services/প্রোডাক্ট/পরিষেবার অধীনে UPI Payment/Transfer /UPI পেমেন্ট/ট্রান্সফার বেছে নিন
- অনুরোধের প্রাসঙ্গিক ধরন বেছে নিন, পেমেন্টের বিশদ লিখুন এবং আপনি যে সমস্যার মুখোমুখি হচ্ছেন সে সম্পর্কে কিছু বিবরণ শেয়ার করুন।
- Submit/জমা করুন বিকল্পে ক্লিক করুন।
- ইমেল(UPI দফতর) - [email protected]
- নোডাল অফিসারের ইমেল - https://sbi.co.in/web/customer-care/addresses-and-helpline-nos-of-grievances-redressal-cell
- গ্রাহক সহায়তা নম্বর- 1800 112 211 (টোল ফ্রি) বা 080 26599990