PhonePe-তে নিজের ফোন রিচার্জ করুন
আপনার প্রিপেড মোবাইল নম্বর রিচার্জ করা দরকার?
কীভাবে করতে হবে জানতে এই সহজ ভিডিওটি দেখুন।
PhonePe-তে UPI ব্যবহার করে প্রিপেড মোবাইল নম্বর রিচার্জ করার ধাপগুলি এখানে আবার দেওয়া হল:
- PhonePe অ্যাপের হোম স্ক্রিনে
Recharge and Pay/রিচার্জ ও বিল পেমেন্ট করুন বিভাগ থেকে Mobile recharge/মোবাইল রিচার্জ-এ
ট্যাপ করুন।
- যে মোবাইল নম্বরটি রিচার্জ করতে চান সেটি লিখুন। আপনি নিজের পরিচিতি তালিকা থেকেও কোনও পরিচিতিকে সার্চ করে বেছে নিতে পারেন।
- অপারেটরের নাম ও সার্কেল যাচাই করে নিন, দরকার হলে সেগুলি পরিবর্তন করুন।
- যত টাকার রিচার্জ করতে চান সেই পরিমাণটি লিখুন। যে প্ল্যানগুলি দেখা যাচ্ছে আপনি সেখান থেকেও একটি বেছে নিতে পারে।
- UPI বেছে নিন এবং Recharge/রিচার্জ ট্যাপ করুন।
- পেমেন্ট করতে আপনার গোপন UPI পিন লিখুন।
সফলভাবে পেমেন্ট করা হয়ে গেলে, আপনি যে নম্বরটি রিচার্জ করলেন সেটিতে পরিষেবা প্রদানকারীর কাছ থেকে SMS মারফৎ একটি কনফার্মেশন পাবেন। আপনি PhonePe-র তরফ থেকে একটি ইমেল রসিদও পাবেন। যদি আপনার রিচার্জ না করা যায়, তাহলে কনফার্মেশন স্ক্রিনে যে অপারেটর রেফারেন্স আইডি দেখছেন সেটি নিয়ে অপারেটরের সাথে যোগাযোগ করুন।
গুরুত্বপূর্ণ: আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেও কোনও প্রিপেড নম্বর রিচার্জ করতে পারেন। পেমেন্ট করার জন্য কীভাবেPhonePe-তে কোনও ডেবিট বা ক্রেডিট কার্ড সেভ করতে হয় সে ব্যাপারে আরও জানুন।
এছাড়াও দেখুন: