PhonePe-তে নিজের ফোন রিচার্জ করুন

আপনার প্রিপেড মোবাইল নম্বর রিচার্জ করা দরকার? 
কীভাবে করতে হবে জানতে এই সহজ ভিডিওটি দেখুন। 

PhonePe-তে  UPI ব্যবহার করে প্রিপেড মোবাইল নম্বর রিচার্জ করার ধাপগুলি এখানে আবার দেওয়া হল:

  1. PhonePe অ্যাপের হোম স্ক্রিনে  Recharge and Pay/রিচার্জ ও বিল পেমেন্ট করুন বিভাগ থেকে Mobile recharge​​​​​​​/মোবাইল রিচার্জ-এ  ট্যাপ করুন।
  2. যে মোবাইল নম্বরটি রিচার্জ করতে চান সেটি লিখুন। আপনি নিজের পরিচিতি তালিকা থেকেও কোনও পরিচিতিকে সার্চ করে বেছে নিতে পারেন।
  3. অপারেটরের নাম ও সার্কেল যাচাই করে নিন, দরকার হলে সেগুলি পরিবর্তন করুন।
  4. যত টাকার রিচার্জ করতে চান সেই পরিমাণটি লিখুন। যে প্ল্যানগুলি দেখা যাচ্ছে আপনি সেখান থেকেও একটি বেছে নিতে পারে।
  5. UPI বেছে নিন এবং Recharge​​​​​​​/রিচার্জ ট্যাপ করুন।
  6. পেমেন্ট করতে আপনার গোপন UPI পিন লিখুন।

সফলভাবে পেমেন্ট করা হয়ে গেলে, আপনি যে নম্বরটি রিচার্জ করলেন সেটিতে পরিষেবা প্রদানকারীর কাছ থেকে SMS মারফৎ একটি কনফার্মেশন পাবেন। আপনি PhonePe-র তরফ থেকে একটি ইমেল রসিদও পাবেন। যদি আপনার রিচার্জ না করা যায়, তাহলে কনফার্মেশন স্ক্রিনে যে অপারেটর রেফারেন্স আইডি  দেখছেন সেটি নিয়ে অপারেটরের সাথে যোগাযোগ করুন।

গুরুত্বপূর্ণ: আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেও কোনও প্রিপেড নম্বর রিচার্জ করতে পারেন। পেমেন্ট করার জন্য কীভাবেPhonePe-তে কোনও ডেবিট বা ক্রেডিট কার্ড সেভ করতে হয় সে ব্যাপারে আরও জানুন। 

এছাড়াও দেখুন: