আমায় কি কোনও নথি বা কাগজপত্র জমা দিতে হবে?
হ্যাঁ, ক্লেম সংক্রান্ত নথি ও কাগজপত্র আপনাকে জমা করতে হবে। একবার আপনার ক্লেম ফাইল করা হয়ে গেলে প্রয়োজনীয় কী কী কাগজপত্র বা নথি আপনাকে জমা দিতে হবে তা বিশদে জানানোর জন্য ICICI Lombard -র তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। এবিষয়ে আরও জানতে 1800-2666 নম্বরে ফোন করে ICICI Lombard জেনারেল ইনসিওরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন।