আমাকে আমার KYC আবার জমা দিতে হবে কেন?

SEBI বিধিনিষেধ অনুযায়ী, ভুল ফোন নম্বর বা ইমেল আইডির জন্য আপনার KYC পুনরায় জমা করার প্রক্রিয়া যদি বিফল হয়, তাহলে PhonePe-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা বজায় রাখতে আপনাকে আবার আপনার KYC জমা দিতে হবে।

এটা করার জন্য, আপনার অ্যাপের Wealth/ সম্পদ বিভাগে গিয়ে Submit KYC/KYC জমা দিন বিকল্পে ক্লিক করুন। 

আপনি আপনার KYC আবার জমা দেওয়ার পরই আপনি অবিলম্বে বিনিয়োগ করতে পারবেন। তবে, KYC যাচাই সম্পূর্ণ হওয়ার পরই কিন্তু আপনি ফান্ড তুলতে পারবেন। এটা 1 দিন পর্যন্ত সময় নিতে পারে।

জরুরি বিষয় : 18 আগস্ট 2023-র মধ্যে আপনার KYC ডকুমেন্ট জমা দিতে বিফল হলে আমরা আপনার KYC স্ট্যাটাস পরিবর্তন করে 'অন হোল্ড' করে দেব। এর অর্থ হল, আবার KYC আবার যাচাই না হওয়া  পর্যন্ত ফান্ডে বিনিয়োগ/উইথড্র করা যাবে না বা আপনার অটোপে সেটিংস আপডেট করা যাবে না।