সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)

সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হল বিনিয়োগের এমন এক বিকল্প যার মাধ্যমে আপনি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে নির্ধারিত পরিমাণ টাকা বিনিয়োগ করে আপনার পুঁজি গড়ে তুলতে ও নিয়ন্ত্রণ করতে পারেন। SIP আপনাকে বাজারের ওঠানামা বা ঝুঁকির দুশ্চিন্তা ছাড়াই নিয়মিত ভিত্তিতে টাকা বিনিয়োগ করতে দেয়।

SIP-র মাধ্যমে বিনিয়োগ করার কিছু সুবিধা এখানে দেওয়া হল,