পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কখন মিউচুয়াল ফান্ড প্রদানকারীর কাছে বিনিয়োগের অর্ডার প্লেস করা হবে?

আপনার ব্যাঙ্ক অটো পেমেন্ট সফল হয়েছে এটি কনফার্ম করার পরে সঙ্গে সঙ্গেই বিনিয়োগের অর্ডার প্লেস করা হবে। পেমেন্ট কনফার্ম করতে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার সময় থেকে 24 ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

আপনি 24 ঘণ্টা পরে PhonePe অ্যাপের My Orders/আমার অর্ডার বিভাগ থেকে পেমেন্ট কনফার্মেশন ও ইউনিট বরাদ্দকরণের অন্যান্য বিশদ চেক করতে পারেন।