আমার SIP-র জন্য অটোপে সেট আপ করতে আমি কোন কোন আলাদা পেমেন্ট মাধ্যম আমরা ব্যবহার করতে পারি?

আপনি UPI, নেটব্যাঙ্কিং, বা ডেবিট কার্ড ব্যবহার করে অটোপেমেন্ট সেট আপ করতে পারেন।

মনে রাখবেন: আপনার নেটব্যাঙ্কিং বা ডেবিট কার্জ বিবরণ কেবল তখনই দেখা যাবে যদি আপনার SIP রাশি ₹ 15,000-র বেশি হয়। SIP তারিখের আগে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে তা সুনিশ্চিত করুন।

SIP সেট-আপ করার ব্যাপারে আরও জানুন।