আমার PhonePe অ্যাকাউন্ট বিবরণ বদল করা বা ডিলিট করা

আপনি যদি আপনার PhonePe অ্যাকাউন্ট বিবরণ বদল করতে বা মুছে ফেলতে চান তাহলে অনুগ্রহ করে নিচের তথ্যগুলি ভাল করে দেখে নিন।

আমি কীভাবে আমার PhonePe মোবাইল নম্বর বদল করব?

PhonePe-তে নথিভুক্ত ফোন নম্বর আপনি পরিবর্তন করতে পারবেন না।  আপনি যদি অন্য কোনও ফোন নম্বর দিয়ে PhonePe-তে নথিভুক্ত করতে চান তাহলে প্রথমে আপনার বর্তমার PhonePe অ্যাকাউন্টটি মুছে ফেলতে (ডিলিট) হবে এবং তারপর অন্য নম্বর দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 

আপনার PhonePe অ্যাকাউন্ট ডিলিট করা সম্পর্কে আরও জানুন।

আমি কীভাবে PhonePe-তে আমার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট আনলিঙ্ক করতে পারি?

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনলিঙ্ক করতে

  1. PhonePe অ্যাপের হোমস্ক্রিনে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
  2. Payment Methods/পেমেন্টের মাধ্যম বিভাগে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এ ট্যাপ করুন 
  3. ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিন
  4. Unlink Bank Account/আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এ ক্লিক করুন।

নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার  বিষয়ে আরও জানুন।

আমি কীভাবে আমার সেভ করা কার্ডের বিবরণ সরাবো?

আপনি যদি আপনার সেভ করা কোনও কার্ডের বিবরণ সরাতে চান তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুন: 

  1.  PhonePe অ্যাপের হোমস্ক্রিনে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
  2. Payment Methods/পেমেন্টের মাধ্যম বিভাগে গিয়ে Debit & Credit Cards/ডেবিট ও ক্রেডিট কার্ড-এ ট্যাপ করুন।
  3. প্রাসঙ্গিক কার্ড বেছে নিন এবং Remove card/কার্ড সরান বিকল্পে ক্লিক করুন।
  4. ক্রেডিট/ডেবিট কার্ড বিভাগে গিয়ে ডেবিট/ক্রেডিট কার্ড বেছে নিন এবং Remove Card/কার্ড সরান-এ ক্লিক করুন।

নতুন কার্ড যোগ করার বিষয়ে আরও জানুন।

আমি PhonePe-তে কীভাবে আমার UPI আইডি পরিবর্তন করব?

PhonePe-তে একবার UPI আইডি তৈরি হয়ে গেলে তা বদল করার বা কাস্টোমাইজ করার বিকল্প আপনার কাছে থাকবে না।

PhonePe-তে UPI আইডি সম্পর্কে আরও জানুন।

আমি কি PhonePe-তে আমার সব পেমেন্ট ডিটেলস মুছে ফেলতে পারি?

RBI নির্দেশিকা  অনুসারে, কোনও পেমেন্ট অ্যাপ থেকেই পেমেন্ট বিবরণ মুছে ফেলার অনুমতি ব্যবহারকারীকে দেওয়া হয় না।

মনে রাখবেন: PhonePe-তে আপনার পেমেন্ট বিবরণ অত্যন্ত সুরক্ষিত এবং কোনও থার্ড পার্টির সাথে শেয়ার করা হয় না।