আমি কীভাবে PhonePe-তে প্রিপেইড মোবাইল রিচার্জ করব? 

একটি প্রিপেইড মোবাইল নম্বর রিচার্জ করার জন্য, নিচের ধাপগুলি মেনে চলুন:

  1. PhonePe অ্যাপে রিচার্জ ও বিল পেমেন্ট বিভাগে গিয়ে Mobile Recharge/মোবাইল রিচার্জ বিকল্পে ক্লিক করুন।
  2. যে মোবাইল নম্বরটির জন্য আপনি রিচার্জ করতে চান সেটি লিখুন। আপনি আপনার কন্টাক্ট তালিকা থেকেও একটি কন্টাক্ট খুঁজতে ও নির্বাচন করতেও পারেন।
  3. অপারেটরের নাম ও সার্কেল যাচাই করুন এবং প্রয়োজনে তা সংশোধন করুন।
  4. আপনি যত টাকার রিচার্জ করতে চান সেই রাশি লিখুন। উপলভ্য প্ল্যানগুলি দেখার জন্য View Plans/প্ল্যানগুলি দেখুন বিকল্পে ক্লিক করুন এবং একটি প্ল্যান নির্বাচন করুন।
  5. Recharge/রিচার্জ বিকল্পে ক্লিক করুন এবং পেমেন্ট বিকল্প নির্বাচন করুন ও পেমেন্ট করুন।

অ্যাপে সফলভাবে পেমেন্টের পর, যে নম্বরটির জন্য রিচার্জ করা হয়েছে সেই নম্বরে পরিষেবা প্রদানকারী একটি SMS কনফারমেশন পাঠাবে এবং একইসঙ্গে PhonePe-র তরফে একটি রসিদ ইমেলে পাঠানো হবে। যদি কোনও কারণে আপনি আপনার রিচার্জ না পান, তাহলে কনফারমেশন স্ক্রিনে যে অপারেটর রেফারেন্স আইডি দেখা যাচ্ছে সেটি সহ অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।

মনে রাখবেন: যদি আপনি PhonePe-তে একটি আন্তর্জাতিক নম্বর দিয়ে রেজিস্টার করেন, তাহলে আপনি শুধুমাত্র ভারতীয় মোবাইল নম্বর রিচার্জ করতে পারবেন।