আমি কি একই রিচার্জ রাশি দিয়ে একটি মোবাইল নম্বরে একাধিকবার রিচার্জ করতে পারি?
হ্যাঁ, আপনি একই পরিমাণ টাকা দিয়ে একটি মোবাইল নম্বর একাধিকবার/বারবার রিচার্জ করতে পারেন। যদিও অধিকাংশ অপারেটরের ক্ষেত্রে পর পর দুটি রিচার্জ করার জন্য আপনাকে 5 মিনিট মতো অপেক্ষা করতে হবে।
মনে রাখবেন: BSNL/MTNL নম্বরের ক্ষেত্রে, অপেক্ষার সময় 15 মিনিট।