আমি কীভাবে আমার পোস্টপেইড মোবাইল বিলের পেমেন্ট করব?
পোস্টপেইড নম্বরের জন্য মোবাইল বিল পেমেন্ট করতে:
- আপনার অ্যাপের হোম স্ক্রিনে Recharge and Pay Bills/রিচার্জ ও বিল পেমেন্ট-এর অধীনে Postpaid/পোস্টপেইড-এ ক্লিক করুন।
- অ্যাপটি আপনার নম্বর ডিফল্ট হিসাবে দেখাবে। আপনি “Change/পরিবর্তন”-এ ক্লিক করে অন্য কোনও নম্বর এন্টার করতে পারেন অথবা আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে অন্য নম্বর বেছে নিতে পারেন।
- “Select operator/অপারেটর নির্বাচন করুন”-এ ক্লিক করে উপলভ্য বিকল্পের তালিকা থেকে আপনার পছন্দের অপারেটর বেছে নিতে পারেন।
মনে রাখবেন : সাধারণত, আপনার বেছে নেওয়া নম্বরের ভিত্তিতে অ্যাপটি অপারেটরের নাম দেখায়। - বিলের পরিমাণ এন্টার করুন।
- আপনার পছন্দের পেমেন্ট মাধ্যম বেছে নিন। আপনি PhonePe ওয়ালেট, UPI, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা অন্য কোনও এক্সটার্নাল ওয়ালেটের মাধ্যমে আপনি এই পেমেন্টটি করতে পারেন।
- Pay Bill/বিল পেমেন্ট-এ ক্লিক করুন।
মনে রাখবেন : নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং প্রদান করতে আমাদের প্ল্যাটফর্মে করা পোস্টপেইড মোবাইলের পেমেন্টের জন্য PhonePe আপনাকে একটি সামান্য ফি (GST সহ) চার্জ করতে পারে। আপনার ব্যবহার করা যে কোনও পেমেন্ট মাধ্যম নির্বিশেষ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করার জন্য এটি একটি ফি।
একবার আপনার পেমেন্ট সফলভাবে হয়ে গেলে, আপনি পরিষেবা প্রদানকারীর তরফ থেকে কনফারমেশন পাবেন এবং PhonePe-র তরফ থেকে পেমেন্টের প্রুফ বা প্রমাণ পাবেন।
গুরুত্বপূর্ণ: যদি আপনি PhonePe-তে একটি আন্তর্জাতিক নম্বর দিয়ে রেজিস্টার করেন, তাহলে আপনি শুধুমাত্র ভারতীয় মোবাইল নম্বরের জন্য পোস্টপেড বিল পেমেন্ট করতে পারবেন।