আমি যদি সম্পূর্ণ KYC ভেরিফিকেশনের স্ক্রিন থামিয়ে রাখি বা বন্ধ করে দিই, তাহলে কি তা আবার সেখান থেকেই শুরু করতে পারি?
হ্যাঁ, আপনি যদি সম্পূর্ণ KYC ভেরিফিকেশনের স্ক্রিন থামিয়ে বা বন্ধ করে রাখেন, তাহলে তা আবার সেখান থেকেই শুরু করতে পারেন। তবে, আপনার আধার ভেরিফিকেশন সম্পূর্ণ করার তিন দিনের মধ্যে আপনার সম্পূর্ণ KYC সম্পন্ন করতে হবে।
মনে রাখবেন: আপনি যদি 3 দিনের মধ্যে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে না পারেন, তাহলে আপনাকে প্রক্রিয়াটি আবার শুরু করতে হবে।