আমি ওয়ালেট অটো-টপ আপ কীভাবে সেট করব?
আপনার ওয়ালেট অটো-টপ আপ সেট করার জন্য:
- PhonePe অ্যাপের হোমস্ক্রিনে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন
- Payment Methods/পেমেন্টের মাধ্যম বিভাগে গিয়ে PhonePe ওয়ালেট-এ ট্যাপ করুন।
- ₹5,000-র চেয়ে কম রাশি এন্টার করুন এবং Topup Wallet./ওয়ালেট টপ-আপ-এ ক্লিক করুন।
- আপনার পছন্দের ওয়ালেট অটো টপ-আপ রাশি এন্টার করুন, আপনার পছন্দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিন এবং Topup & Set Auto Top-up./টপ-আপ ও অটো টপ-আপ সেট করুন-এ ক্লিক করুন।
- আপনার UPI পিন এন্টার করুন
আপনার ওয়ালেট অটো-টপ আপ সফলভাবে সেট আপ করা হয়ে গেলে, আপনার ব্যালেন্স ন্যূনতম ব্যালেন্স সীমার নিচে নেমে গেলেই আপনার PhonePe ওয়ালেট আপনার নির্দিষ্ট করা রাশি দিয়ে টপ-আপ হয়ে যাবে।
জরুরি বিষয় : আপনার PhonePe অ্যাপের Manage Wallet top-up /ওয়ালেট টপ আপ ব্যবস্থাপনা বিভাগে গিয়েও আপনি আপনার ওয়ালেট অটো টপ-আপের বিশদ দেখতে পারেন। PhonePe অ্যাপের হোমস্ক্রিনে প্রোফাইল ছবিতে ক্লিক করেও পাবেন> Payment Settings/পেমেন্ট সেটিংস বিভাগে গিয়ে AutoPay Settings/অটোপে সেটিংস > PhonePe ওয়ালেট আপনি ডিটেলস দেখতে পারেন।
আপনি আপনার ওয়ালেট অটো টপ-আপ সেট আপ করতে পারছেন না কেন এবংআপনার ওয়ালেট অটো টপ-আপ সেট করার পরে কখন আপনার ওয়ালেট স্বয়ংক্রিয়ভাবে টপ আপ হয়ে যাবে সেই বিষয়ে আরও জানুন।