আমার ওয়ালেট কখন স্বয়ংক্রিয়ভাবে টপ-আপ হবে?

আপনি যদি PhonePe ওয়ালেটের জন্য অটো টপ আপ সেট করেন, তাহলে আপনার ওয়ালেট ব্যালেন্স ন্যূনতম ব্যালেন্স সীমার নিচে গেলেই আপনাকে তা জানানো হবে। আপনি অটো টপ-আপ সেট আপের সময় যে রাশি নির্দিষ্ট করেছেন সে রাশি দিয়েই আপনার ওয়ালেট 24 ঘন্টা পরে টপ-আপ হবে।